নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি গ্রেপ্তার

 

chardike-ad

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন আনুকে (৩৮) গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে শহরের বেদগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রামের সিহাব উদ্দিন আহমেদের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং এস এম হলের সাধারণ সম্পাদক ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, তাকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।