লাইফস্টাইল ম্যাগাজিন চারদিকে’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে সোমবার চারদিকে’র নিজস্ব কার্যালয়ে নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারদিকে’র জেনারেল ম্যানেজার সৌমেন দেব বর্মন এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম।
মোড়ক উন্মোচন শেষে সৌমেন দেব বর্মন তার প্রতিক্রিয়ায় বলেন ’আমাদের সম্মিলিত সৃজনশীলতা, পরিশ্রম ও প্রচেষ্টার ফসল চারদিকে ম্যাগজিনের দ্বিতীয় সংখ্যা। আশাকরি নতুন এই সংখ্যা পাঠকদের ভালো লাগবে।’
চারদিকে’র হেড অব বিজনেস অপারেশন নেওয়াজ নাসিম ম্যাগাজিনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীতে আরও বর্ধিত কলেবরে তৃতীয় সংখ্যা প্রকাশের কথা জানান।