ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে ভারতে সাকিব খান নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তিনি ওই কেন্দ্রের একজন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন। দেশটির উত্তরপ্রদেশের সাহারানপুরের কৈলাশপুর পাওয়ার হাউজে এ ঘটনা ঘটেছে।
রবিবার (৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জীব কুমার বলেন, ‘গত সোমবার (৩১ মার্চ) ঈদের নামাজ শেষে ফিলিস্তিনের পতাকা ওড়ানো এবং ছবি পোস্ট করাকে দেশবিরোধী কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই চুক্তি সংস্থাকে চিঠি দিয়ে অবিলম্বে সাকিব খানকে চাকরি থেকে বরখাস্ত করতে নির্দেশ দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে, ওই দিন ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগান দিয়েছিল এমন ৮জনের বিরুদ্ধেও তদন্ত চলছে।