ওয়াকফ বিল পাসের বিরুদ্ধে উত্তাল মণিপুর, বিজেপি নেতার বাড়িতে আগুন

 

chardike-ad

ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে ভারতের মণিপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। সূত্র জানিয়েছে রোববার সন্ধ্যায় বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন দিয়েছে তারা। ওই দিন থৌবাল জেলার লিলং এলকার ১০২ নং হাইওয়েতে আয়োজিত এক সমাবেশে কয়েক হাজার মানুষ জমায়েত হন এবং ওয়াকফ বিল পাসের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে পরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন এবং পরিবেশ শান্ত করেন। এছাড়া সেখানে এখনও আধাসামরিক ও অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় ওই সমাবেশটি আলিয়া মাদ্রাসা এলাকার লিলং হাওরেইবি পর্যন্ত এগিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিল। এখানে বলে রাখা ভালো লিলং একটি মুসলিম অধ্যুষিত এলাকা।

আসরের নামাজের পর ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মুসলমানরা। তারা বিলটির বিরোধীতা করে সেখানে বিভিন্ন স্লোগান দেন। এসময় তারা বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন। এই ঘটনার পর সোমবার ভোর পর্যন্ত অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতেও কড়া নিরাপত্তায় ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় মুসলিম নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিকে তাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইকে খর্ব করার অভিযোগ করেছেন। বলেছেন, ভারতে মুসলমানদের মনোবল ভেঙে দিতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লেলিয়ে দিয়েছে বিজেপি সরকার।

কিছু কিছু যায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। থৌবালের ইরোং চেসাবাতে, সকালে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারী একটি সমাবেশে বাধা দিলে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সমাজকর্মী এবং মুসলিম নেতা সাকির আহমেদ সমাবেশে অংশগ্রহণ করে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতিমালার পরিপন্থী, কারণ এটি মুসলিম সম্প্রদায়ের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেও ওয়াকফ বিল পাসের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।