বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘আমি মাইনোরিটি ও মেজোরিটি এসব মানি না। মাইনোরিটি বলে অন্যকে খাটো করা হয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই মিলে আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ধর্মসাগর পাড়ে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদ শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘অনেকে বলেন রাজনৈতিক কারণে এর ওপর ওর ওপর হামলা হয়েছে। আমি বলবো-তা সঠিক নয়। এগুলো কিছু ধান্দাবাজ মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য করে থাকেন।’
এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহেশ চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি শ্যামল কৃষ্ণ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন রায়, সাধারণ সম্পাদক তাপস বকসী, পূজা উদযাপন পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু, মহিলা সম্পাদক ডা. বনশ্রী সাহা ও বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ সাহা প্রমুখ।