দ্রুত ঘুরে দাঁড়াতে চায় রিয়াল মাদ্রিদ

 

chardike-ad

 

শিরোপা লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ঘরের মাঠে উল্টো বার্সাকেই এগিয়ে থাকার সুযোগ করে দিয়েছে তারা! ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে তাতে ভীষণ চাপে পড়ে গেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শিষ্যদের আহ্বান জানিয়েছেন, আর্সেনাল ম্যাচের আগে আরও মনোযোগ বাড়াতে।

রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সারই বড় উপকার করেছে ভ্যালেন্সিয়া। বার্সেলোনাও রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। তাতে পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে কাতালানরা।

আনচেলত্তি স্বীকার করেছেন, এখন লা লিগা শিরোপা তাদের কাছে দূরের বাতিঘর মনে হচ্ছে। তবে সেটা যেন কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে প্রভাব না ফেলে তা নিয়ে ভীষণ সতর্ক তিনি, ‘আমরা লিগে জোরালোভাবে লড়াই করার সুযোগ হারিয়েছি। তবে বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ কাপের ফাইনাল ও আর্সেনালের বিপক্ষে ম্যাচটা ভিন্ন কিছু হবে।’

ওই দুই ম্যাচ নিয়ে তার অনুমান, ‘ওই দুই ম্যাচে তারা আরও বেশি আক্রমণাত্মক হবে এবং ম্যাচের গতিপ্রকৃতি সম্পূর্ণ ভিন্ন হবে। তাই রক্ষণে আমাদের আরও ভালো হতে হবে এবং আক্রমণে কার্যকর হতে হবে। তবে মনোযোগ হারানো চলবে না।’

তিনি আরও বলেছেন, ‘এটা সত্যি এখন আমাদের বিপক্ষে প্রতিপক্ষের গোল করা অনেক সহজ হয়ে পড়েছে। তবে এটা নিয়ে অভিযোগ করে লাভ নেই।’

ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের পরাজয় নিয়ে তার কথা, ‘এই হার আমাদের প্রাপ্য ছিল না। আমরা আরও ভালো করতে পারতাম। অবশ্য এটা মানসিকতার ঘাটতির কারণে নয়। আমরা জয়ের যোগ্য ছিলাম কিন্তু ছোটখাটো বিষয়ে পার্থক্য থাকাতেই এমনটা হয়েছে। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। মঙ্গলবার আর্সেনাল ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।’