হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট রেল লাইনের পাশ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে প্রকাশ বুধবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের কাছাকাছি জায়গা থেকে লাশ তিনটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ ফাঁড়ির পুলিশ।
নিহতদের মধ্যে দু’জন হলেন শিপন (১৯) ও বুটলা মিয়া (৩৫)। তাদের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেঙ্গাড়োবা গ্রামে। অপরজনের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি।
নোয়াপাড়া স্টেশন মাস্টার মইনুল হক এবং শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি লাশ উদ্ধারের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি ট্রেনে কাটা পড়ে মৃত্যু বলে মনে হলেও পুলিশ বলছে খুন করে রেল লাইনের উপর ফেলে রেখে যাওয়ার আশঙ্কা তাঁরা উড়িয়ে দিচ্ছে না।