দক্ষিণ কোরিয়া বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

দক্ষিণ কোরিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং পবিত্র ঈদুল ফিতর-পরবর্তী পুনর্মিলনী হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার পুশ্চন সিটির সংউরি এলাকায় অবস্থিত ‘আল্লাহ ভরসা’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

chardike-ad

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক, আলহাজ এম জামান সজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে-বিদেশে জাতীয়তাবাদী শক্তির মধ্যে দৃঢ় ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য। এই ঐক্যই দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে।

তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসনের পতনের পর দল ও জাতির পুনর্গঠনে বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখা সময়ের দাবি।

দক্ষিণ কোরিয়া বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির সদস্যসচিব হারুনার রশীদ হিরন, যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবীর হাসিব ও সেলিম রেজা হাবিবসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতা ও সদস্যরা।

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। পুরো রেস্টুরেন্ট কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে প্রবাসী জাতীয়তাবাদী শক্তির প্রাণবন্ত উপস্থিতিতে।

বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নেতাদের বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালানোর তীব্র নিন্দা জানান এবং সেই সঙ্গে সব স্তরের জাতীয়তাবাদী নেতাকর্মীদের এসব অপচেষ্টা রুখে দাঁড়াতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নেতারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও বলিষ্ঠ করতে প্রবাসী জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।