ভ্যালেন্সিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদ কোনও পয়েন্ট তুলতে পারেনি। তাদের সঙ্গে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল শীর্ষে থাকা বার্সেলোনার। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। শনিবার ঘরের মাঠে তাদেরকে রুখে দিয়েছে রিয়াল বেতিস।
গত ডিসেম্বরে লিগে প্রথম দেখায় স্টপেজ টাইমের গোলে বার্সাকে ২-২ এ রুখে দিয়েছিল বেতিস। এবার বার্সার মাঠেও তারা পয়েন্ট আদায় করেছে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
এই ড্রয়ে হ্যান্সি ফ্লিকের বার্সার পয়েন্ট ৬৭। রিয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে তারা। বেতিস ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে।
রিয়ালের আকস্মিক হারে উজ্জীবিত বার্সা শুরুটা দারুণ করে। কিক অফের সাত মিনিট পর ফেরান তোরেসের বাড়ানো বলে গাভির শটে লিড নেয় তারা।
তবে ১৭তম মিনিটে কর্নার থেকে হেড করে সমতা ফেরান নাতান। পরে বার্সা আর পারেনি ৩৮ বছর বয়সী গোলকিপার আদ্রিয়ানের বাধা পার হতে।