কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া এবং ট্যুরিজম মন্ত্রণালয় পর্যটকদের আকৃষ্ট করার জন্য দেশটির স্লোগান ঘোষণা করেছে। গতকাল সিউলের হান নদীর রিভার পার্কের ফ্লোটিং আইল্যান্ড কনভেনশনে কোরিয়া ট্যুরিজম অর্গনাইজেশন নতুন স্লোগান ‘ইম্যাজিন ইওর কোরিয়া’ (Imagine Your Korea) এর ঘোষণা দেয়। প্রায় সাত বছর পর দক্ষিণ কোরিয়া তাদের ট্যুরিজম স্লোগানে পরিবর্তন আনলো। এর আগে স্লোগান ছিল স্পার্ক্লিং কোরিয়া (Sparkling Korea)।
কোরিয়া ট্যুরিজম অর্গনাইজেশন জানিয়েছে নতুন স্লোগান কোরিয়ার ট্যুরিজমে একটি নতুন মাত্রা আনবে। পর্যটকরা কোরিয়ায় এসে ধারণার চেয়ে বেশি কিছু আবিষ্কার করবে।
গত তিনসপ্তাহ ধরে কোরিয়া ট্যুরিজম অর্গনাইজেশন স্লোগান নিয়ে একটি জরিপ চালায়। জরিপে ৯ হাজারের বেশি মানুষ এই স্লোগানের পক্ষে মত দেয়।