Search
Close this search box.
Search
Close this search box.

৭ জুলাই শাস্তি ঘোষণার সময় ড্রেসিংরুমে ছিলেন সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেটে ছয় মাস, আর বিদেশি লিগে দেড় বছর অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত শোনার পর বিচলিত হয়ে পড়েন তিনি। সেদিন সতীর্থদের সবাই চলে গেলেও সন্ধ্যা পর্যন্ত ড্রেসিংরুমে স্বেচ্ছায় বন্দি ছিলেন সাকিব। দুই সপ্তাহ পর রোববার শাস্তির বিরুদ্ধে আপিল করতে গেলেও ড্রেসিংরুমে বসেননি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে কথা হওয়ার পর তিনি অনেকটা হালকা হন। জাতীয় দলের ড্রেসিংরুমে যেতে তার জড়তা নেই। গতকাল কোচের ক্লাসে কিছুক্ষণ সময়ও কাটালেন। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, কোচের কাছ থেকে অনুশীলনের পরিকল্পনাও পেয়েছেন বাঁ-হাতি এ অলরাউন্ডার। সাকিবের সঙ্গে আলাদা করে বসেছিলেন হাথুরুসিংহে। কী কী করতে হবে, সেসব বলেছেন। কোচ তাকে লিখিতভাবে অনুশীলনের চার্ট দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর কাছ থেকে মেইল পাওয়ার পরই সাকিবকে নিয়ে বসেন প্রধান কোচ।

다운로드 (13)বৃহস্পতিবার অনুশীলন শেষে জাতীয় দলের খেলোয়াড়দের ঈদের ছুটি দেয়া হবে। ছুটি শেষে অন্যদের মতো সাকিবও অনুশীলন করবেন। তার অনুশীলন ওয়েস্ট ইন্ডিজগামী জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে হবে না আলাদা তা নিশ্চিত হয়নি। এ সম্পর্কে বিসিবি সিইও নিজামউদ্দন চৌধুরী বলেন, ‘জাতীয় দলের সঙ্গে সাকিব অনুশীলন করতে পারবে। আন্তর্জাতিক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলার ওপর তার নিষেধাজ্ঞা। প্র্যাকটিস ম্যাচে খেলতে আপত্তি থাকার কথা নয়।’ এক্ষেত্রে বিসিবির নির্দেশনা মেনে চলবেন হাথুরুসিংহে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, জাতীয় দল যা করে, সে একা করলেও তা-ই করবে। সেক্ষেত্রে জাতীয় দলের সঙ্গেই প্র্যাকটিস করবে সে।’ জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ যাবে ১৩ আগস্ট। ২ আগস্ট থেকে ফিরতি ক্যাম্প। স্কিলের পাশাপাশি গেম প্র্যাকটিস হবে তখন। সাকিবকেও গেম প্র্যাকটিসের অংশ করা হতে পারে। আবার স্পিন কোচ এলে তার সঙ্গে কাজ করতে পারেন সাকিব। অবশ্য কোচের কাছ থেকে কী ধরনের পরিকল্পনা পেয়েছেন, তা জানাননি ২৭ বছর বয়সী অলরাউন্ডার; বরং কয়েকদিন আগে আলোকিত বাংলাদেশের এ প্রতিবেদককে খুদেবার্তায় জানিয়েছিলেন, সব ঠিক হওয়ার পর অনুশীলনে যোগ দেবেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার এক ব্রিফিংয়ে বলেন, ‘ঈদের পর দ্রুত পরিচালনা পর্ষদের সভায় সাকিবের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ সুত্রঃ আলোকিত বাংলাদেশ।

chardike-ad