নিউজফিড থেকে যে কোনো খবর পরে পড়ার জন্য এখন থেকে সংরক্ষণ করতে পারবেন শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ব্যবহারকারীরা। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের সাইটে ‘সেভ’ অপশন যুক্ত করেছে। খবর টেকটু।
সেবাটি যুক্ত করার পরিকল্পনা ফেসবুক অনেক আগে থেকেই করে আসছে। দুই বছর আগে এ সেবা চালুর লক্ষ্যে ফেসবুক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্পুলকে অধিগ্রহণ করে। সংশ্লিষ্টদের মতে, এত দিন পর প্রতিষ্ঠানটির এ অধিগ্রহণ কাজে লাগতে যাচ্ছে।
অনেক ক্ষেত্রে সময় থাকার কারণে ফেসবুক ব্যবহারকারীকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা খবর এড়িয়ে যেতে হয়। কিন্তু নতুন সেবাটি চালুর ফলে যে কোনো প্রয়োজনীয় খবরের লিংক গ্রাহক সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রয়োজনীয় এসব খবর পরে সময়মতো ব্যবহারকারী পড়তে পারবেন। বিশ্লেষকদের মতে, নতুন সেবাটি সামাজিক যোগাযোগ সাইটটির গ্রহণযোগ্যতা আরো এক ধাপ বৃদ্ধি করবে।