মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়াল

মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক হাজার। শনিবার মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

chardike-ad

শুক্রবার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে মিয়ানমার ও তার পার্শ্ববর্তী দেশগুলো। শুক্রবার দুপুরের দিকে ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্প রেকর্ড করা হয়। পরে উৎপত্তিস্থলের ২০ কিলোমিটারের দূরে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

জানা গেছে, মায়ানমার ও থাইল্যান্ড ছাড়িয়ে চিনের ইউনান প্রদেশ, কলকাতা, মণিপুরের ইম্ফল, ভারতের মেঘালয়ের পূর্ব গারো পাহাড় এবং বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে কম্পন অনুভূত হয়।