chardike-ad

 

গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোনও লক্ষণ নাই বলে মন্তব‍্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

দলের সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে রবিবার (২৩ মার্চ) গভীর রাতে গ্রেফতারের গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির প্রতিবাদে এবি পার্টি আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব‍্য করেন। সোমবার (২৪ মার্চ) বেলা ২টায় বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘রবিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামীপন্থি বেশকিছু ব্লগার দেশে জরুরি অবস্থা জারি হয়েছে, বিভিন্ন ডিভিশন থেকে ঢাকা অভিমুখে সেনাবাহিনীর সদস‍্যরা মুভ করছে এবং তারই সূচনা হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে বলে গুজব ছড়ায়। রাতভর এ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এরই প্রেক্ষাপটে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ব‍্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সব খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। এরা সবাই পতিত আওয়ামী লীগের পেইড অন্ধ উগ্রবাদী সমর্থক। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে, তা নস‍্যাৎ করার জন্য এই চক্রটি কাজ করছে।

মজিবুর রহমান মঞ্জু জানান, গণঅভ্যুত্থানকালীন ২০২৪ সালের ৫ আগস্ট এবি পার্টির বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরোনো বক্তব্যকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ের বক্তব্য‍ বলে চালিয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও নানা পক্ষের ম‍ধ‍্যে ব‍্যাপক অস্থিরতা চলছে। এ সময় সব জনগণকে ধৈর্য্য ও ঐক্যবদ্ধতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’