ধর্ষণের শিকার আসিয়ার অবস্থা সংকটাপন্ন, ফাংশন করছে না ব্রেইন

 

chardike-ad

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার অবস্থা সংকটাপন্ন। তাঁর ব্রেইন আর ফাংশন করছে না, দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, মাগুরায় শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন; আজ আরো দু’বার কার্ডিয়াক এ‍্যারেস্ট হয়েছে। দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে।

আরো পড়ুুন, ব্রেইন ফাংশন করছে না; জিসিএস (কোমা) লেভেল-৩। রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম। রাজধানীর সম্মীলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।