জানা গেছে, রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
এর আগে ২০২২ সালে প্রথমবার মা হয়েছেন এ অভিনেত্রী। ওই সন্তানও ছেলে। এবার দ্বিতীয়বার মা হলেন। এ অনুভূতি প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, প্রথমবার অনেক এক্সাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। তখন সন্তানের মুখ দেখে কান্না করেছিলাম।
তিনি আরও বলেন, এবার দ্বিতীয় সন্তানের মা হলাম। এবার সেলফ রেসপেক্টটা অনেক বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি এখন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী প্রসূন আজাদ। তারপর থেকে সংসারে মনোযোগী হয়েছেন তিনি। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তারপর অভিষেক করেন শোবিজে। পরবর্তীতে একাধিক নাটক ও কয়েকটি সিনেমায় অভিনয় করেন।