রংপুর রাইডার্সে বিশ্বখ্যাত ৫ তারকা যোগ দিচ্ছেন

 

chardike-ad

এবার বিপিএলে সেরার কাতারে আছে রংপুর রাইডার্স। তবে খানিকটা ধাক্কা খেয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। প্রথম দশ ম্যাচে রংপুর রাইডার্সের সেরা ব্যাটসম্যান ও বোলার একজনই- খুশদিল শাহ। হুট করে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়ে দেশে ফিরে গেছেন পাকিস্তানি অলরাউন্ডার। টানা তিন ম্যাচ হেরে দলও এখন খুঁজে ফিরছে ছন্দ। প্লে-অফে তাই বড় কয়েকটি তারার আলায় জ্বলে ওঠার আয়োজন করে রাখছে তারা।

আনুষ্ঠানিকভাবে কোনো ক্রিকেটারের নাম অবশ্য বলতে এখন রাজি নয় রংপুর ফ্র্যাঞ্চাইজি। তবে দলীয় সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও সুনিল নারাইন এবং পাকিস্তানের আসিফ আলির সঙ্গে চুক্তি হয়ে গেছে রংপুরের।

কবে নাগাদ যোগ দিতে পারেন এসব ক্রিকেটার, তা নিশ্চিত নয় রংপুরও। আপাতত সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত নারাইন ও রাসেল। বিগ ব্যাশ শেষে এখন সেখানে খেলার কথা ওয়ার্নার ও ডেভিডের। ওই টুর্নামেন্টের তাদের দলের পথচলা শেষ হলে বিপিএলে আসতে পারেন তারা।

গায়ানায় গ্লোবাল সুপার লিগ জিতে আসার পর বিপিএলের এবারের আসরেও প্রথম আট ম্যাচ টানা জিতেছে রংপুর। সবার আগে প্লে-অফের টিকেট নিশ্চিত করেছে তারা। এরপর হুট করে ছন্দপতন। পরপর তিন পরাজয়ে কিছুটা চাপে পড়ে গেছে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পাকিস্তানে চলে যাওয়ার আগে দশ ম্যাচ খেলে ১৭৫.২৯ স্ট্রাইক রেট ও ৫৯.৬০ গড়ে ২৯৮ রান করেন খুশদিল। এর সঙ্গে বাঁহাতি স্পিনে ওভারপ্রতি মাত্র ৬.০৩ রান খরচায় নেন ১৭টি উইকেট। টুর্নামেন্ট সেরার দৌড়ে পরিষ্কার ফেবারিট ছিলেন তিনিই।

খুশদিল ফেরার আগেই দুর্বার রাজশাহীর কাছে দুই ম্যাচ হেরে বসে রংপুর। পরে পাকিস্তানি অলরাউন্ডারকে ছাড়া চিটাগং কিংসের বিপক্ষেও জিততে পারেনি নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল।

চিটাগংয়ের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে রংপুর ম্যানেজার আহসান উর রহমান মল্লিক জানান, প্লে-অফের আগে আরও বিদেশি ক্রিকেটার আসবে তাদের দলে। তিনি বলেন, ‘আসলে আমরা কিছুটা দুর্ভাগা। খুশদিল শাহর ৭ তারিখ পর্যন্ত অনুমতি ছিল। হঠাৎ করে (ক্যাম্পে) ডাক পেল। কোয়ালিফায়ারের জন্য আমরা যাদের সঙ্গে কথা বলার, আপনারা তো দেখছেনই, সময়মতো আমাদের ক্রিকেটাররা চলে আসবেন।’

জানা গেছে, রংপুরের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে সবার আগে চলে আসতে পারেন আসিফ। আপাতত কোনো টুর্নামেন্টের ব্যস্ততা নেই পাকিস্তানের পেস অলরাউন্ডারের।

আইএলটি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন নারাইন ও রাসেল। পয়েন্ট টেবিলে আপাতত চার নম্বরে আছেন তারা। প্লে-অফে উঠলে অন্তত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ওই টুর্নামেন্টেই ব্যস্ত থাকবেন তারা। সেক্ষেত্রে বিপিএলে খেলতে আসার সম্ভাবনা খুবই কম। প্রথম পর্ব থেকে বাদ পড়ে গেলে ৩ ফেব্রুয়ারি রংপুর দলে দেখা যেতে পারে তাদের।