সাতক্ষীরায় স্বামী-স্ত্রীর বিরোধকে কেন্দ্র দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামের মাহামুদুল হাসান ক্বারীর ছেলে মাহির আরবার (৬ বছর) ও আরিয়ান আবরার (৬ মাস)। আত্মহননের চেষ্টা চালানো মায়ের নাম রত্না বেগম (২২)।
নিহত শিশুদের চাচা আরিফুল ইসলাম জানান, তার ভাই মাহামুদুল হাসান দিনমজুরের কাজ করেন। অভাবের সংসারে স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝে মাঝে বিরোধ হয়। এসবের মধ্যেই বুধবার দুপুরের দিকে দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলেন হাসানের স্ত্রী রত্না বেগম। একপর্যায়ে কীটনাশকের গন্ধ পেয়ে ভেতর থেকে আটকানো দরজা খুলতে বলেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে খাটের ওপর আরিয়ান ও মাহিরসহ তাদের মাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তিনি জানান, দ্রুত সবাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জিয়াউর রহমান দুই ছেলেকে মৃত ঘোষণা করেন। রত্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মা রত্নাকে সাতক্ষীরা মেডিক্যাল হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা কালীগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহত শিশুদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের মা রত্না বেগমের অবস্থা আশঙ্কাজনক।