আনন্দ মুখর পরিবেশ, কনসার্ট ও পিঠা উৎসবের সঙ্গে গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) হয়ে গেল দক্ষিণ কোরিয়ার শহর ইনছনে ‘ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র তৃতীয় কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা এবং বাংলাদেশী পিঠা উৎসব । পবিত্র কুরআনুল কারিম পাঠের মাধ্যমে অনুষ্ঠান বেলা একটায় শুরু হয়ে বিরতিহীনভাবে চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
অনুষ্ঠান সূচিতে দ্বিতীয় কার্যক্রম ছিল নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা এবং শপথ গ্রহণ। আহ্বায়ক সাইফুল ইসলাম ছানোয়ার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে দর্শক মিলনায়তনের সব সিট পূরণ করে দাঁড়িয়েছিলো। একে প্রবাসে একখন্ড বাংলাদেশ হিসেবে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে কোরিয়ান কিছু আমন্ত্রিত অতিথির সাথে বাংলাদেশী কিছু সফল ব্যবসায়ী উদ্যোক্তাও উপস্থিত হয়েছিলেন। এম জামান সজল, হাসিবুল কবির, ইমন রহমান অহি ও আসাদুজ্জামান ভূঁইয়া জুয়েলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
কোরিয়ান শিল্পী 가수 -이설이 (সুজি) গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। পরবর্তীতে বাংলাদেশের একঝাঁক তরুণ প্রতিভাবান শিল্পীদের আয়োজনে অনুষ্ঠান আরও মুখরিত হয়ে উঠে। জলিল ইশিতা শিল্পী দম্পতি, অশোক মিত্র ,সাজল চৌধুরী, সুমি বড়ুয়া, বখতিয়ার খলজি, কোরিয়ায় বাংলাদেশী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশতোস অধিকারী এবং কোরিয়ায় দুটি সংগীত ইভেন্ট প্রতিযোগিতায় জয়ী সবার প্রিয় শিল্পী রকস্টার ফয়সাল ইকবাল মঞ্চ মাতিয়ে রাখেন।
পুরো অনুষ্ঠানটির প্রাণবন্ত ও সাবলীল সঞ্চালনা করেন রাসেল সামিউর ও অসীম কুমার দে। অসীম কুমার দে তার আইবিসিকের গত একবছরের কার্যক্রম পাওয়ার পয়েন্টের সাথে বর্ননার জন্য প্রশংসিত হন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি শামীম ইসলাম । সময়ের বাধ্যবাধকতা থাকায় তিনি অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান।
সর্বশেষ আয়োজন আইবিসিকের পিঠা উৎসব আক্ষরিক অর্থেই বিশেষ কিছু । সকলের কাছে প্রশংসিত এই পিঠা উৎসবে আনন্দ মুখর পরিবেশে সবাই পিঠার পসরা সাজিয়ে বসেন এবং দর্শকরা তা উপভোগ করেন ।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি
সভাপতিঃ শামীম ইসলাম
সহসভাপতিঃ জাহিদ ইমন
সহ সভাপতিঃরেজাউল করিম জাহিদ
সহ সভাপতিঃ ইয়াছিন আলী
সাধারণ সম্পাদকঃ অনুকূল রায়
সহ সাধারণ সম্পাদকঃ নূরুল ইসলাম
যুগ্নসাধারন সম্পাদকঃ সামীর সরকার
যুগ্ন সাধারণ সম্পাদকঃ মুন ফরিদ
সাংগঠনিক সম্পাদকঃ মাসুদ রানা
সহ সাংগঠনিক সম্পাদকঃ আবদুল্লাহ আল মামুন
অর্থ সম্পাদকঃ ওবায়দুল্লাহ
ক্রীড়া সম্পাদকঃ এম এস সুজন মাহমুদ
দপ্তর সম্পাদকঃ আহসান হাবিব
সাংস্কৃতিক ও বিনোদনঃ রাসেল সামিউর
সদস্যঃ
1. অসীম কুমার দে
2. জাহিদ উদ্দিন
3. শাহআলম
4. পাপ্পু মাহাদী
5. সেলিম রেজা
6. লিয়ন আহমেদ
7. মাহাবুব আলম