ওয়ার্নার–নারাইনরা বিপিএলে আলো জ্বালাতে আসতে পারেন

 

chardike-ad

বিপিএলে অমুক দল টাকা দেয়নি। তমুক খেলোয়াড় টাকা পাননি। অমুক বোলার লেগ স্টাম্পের বাইরে ‘ওয়াইড ইয়র্কারের’ অপচেষ্টা চালাচ্ছেন। তমুক দল হোটেলের বিল দিতে পারছে না বলে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে একই প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত নিম্নমানের হোটেলে। টাকা পাননি বলে মাঠে আসেননি বিদেশি ক্রিকেটাররা।

ক্রমে শেষের দিকে এগোতে থাকা একাদশ বিপিএলের আরেকটি নেতিবাচক দিক, এবার বিদেশি তারকা ক্রিকেটারের ঔজ্জ্বল্য নেই বললেই চলে। ফরচুন বরিশালের শাহিন শাহ আফ্রিদি পাঁচ ম্যাচ খেলে চলে গেছেন। সিলেট পর্বের পর থেকে এই দলে নেই কাইল মায়ার্সও। তবে মোহাম্মদ নবী এখনো আছেন। রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসও চলে গেছেন সিলেট পর্ব শেষে।

তারপরও যে বিপিএলে ভালো খেলা হচ্ছে না, তা নয়। উইকেট দারুণ। টুর্নামেন্টে এবারই টি-টোয়েন্টিসুলভ রানের প্রবাহ বেশি। ২০০ রানও তাড়া হয়ে যাচ্ছে অনেক সময়। সৌজন্য টিকিট অনেকটাই কমিয়ে আনায় সাধারণ দর্শকেরা খেলা দেখতে পারছেন। ঢাকা, সিলেট, চট্টগ্রাম—সব ভেন্যুতে গ্যালারি ভরপুর।

বিপিএলের শেষাংশে এসে অন্যান্য বিতর্ক ঢেকে টুর্নামেন্ট জমানো আর এতে ইতিবাচক আলো ফেলার একটাই পথ—প্লে-অফ সামনে রেখে শেষ চারের দলগুলো যদি বিদেশি বড় তারকা ক্রিকেটার আনে। আশার কথা, এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়া রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল সে লক্ষ্যে মাঠে নেমে গেছে। আগের তিন বিদেশি ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও আকিফ জাভেদকে রেখে অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে আনাও চূড়ান্ত করে ফেলেছে রংপুর।

রংপুর ফ্র্যাঞ্চাইজি সূত্রের দাবি, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনের সঙ্গেও চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে। কোন সময়ে কাকে আনা হবে, সেটি ঠিক হবে পয়েন্ট টেবিলে দলের অবস্থান বুঝে। আজ সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ ফাইনাল খেলার পর ওয়ার্নারের বিপিএলে আসতে সমস্যা হওয়ার কথা নয়। প্লে-অফেই রংপুরের হয়ে দেখা যেতে পারে তাঁকে। আর নারাইনকে ফাইনালে খেলানোর ইচ্ছা রাইডার্সের। ওয়ার্নার এর আগে ২০১৮–১৯ মৌসুমে বিপিএলে খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে। নারাইন তো বিপিএলের পরিচিত মুখই। এ পর্যন্ত ছয় মৌসুম খেলেছেন বিপিএলে, সর্বশেষ গত মৌসুমে।

২ ফেব্রুয়ারি দুবাইয়ের আইএল টি-২০–তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলা আছে নারাইনের। নাইট রাইডার্স যদি প্লে–অফে ওঠে, তাহলে নারাইনের বিপিএলে আসার সম্ভাবনা কমে যাবে। দলের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, ‘টিম ডেভিডের আসা চূড়ান্ত। ওয়ার্নার ও নারাইনের সঙ্গেও চুক্তি হয়েছে। তবে তাদের আনা হবে পরিস্থিতি বুঝে, সেভাবেই চুক্তি হয়েছে।’ অবশ্য নারাইন শেষ পর্যন্ত না এলেও মন্দের ভালো রংপুরের জন্য। আবুধাবি নাইট রাইডার্স প্লে-অফে গেলে যে নারাইনের মতো ফরচুন বরিশালের কাইল মায়ার্সও আর আসবেন না বিপিএলে!

বরিশাল অবশ্য শুধু মায়ার্সের অপেক্ষায় বসে নেই। অন্য পুরোনোদের ধরে রেখে নতুনেও চোখ রাখছে দলটি। দলের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা এসএ২০ আর অন্য লিগগুলো শেষ হওয়ার অপেক্ষায় আছি। ফ্রি হলে কাইল মায়ার্স ফিরতে পারেন। বড় কোনো পেসার আনা হতে পারে। নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেও হতে পারেন। দু–তিন দিনের মধ্যে এটা চূড়ান্ত হবে।’

প্লে-অফের বাকি দুই দল এখনো নিশ্চিত নয়। অঙ্কের হিসাবে সব দলেরই সম্ভাবনা আছে, এমনকি এখন পর্যন্ত মাত্র দুটি জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্সেরও। তবে সম্ভাব্য ভবিষ্যৎ বুঝতে পেরে আর কোনো বিদেশি আনছে না তারা। চোটের কারণে রাকিম কর্নওয়ালকে ছেড়ে দিতে অনুরোধ করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কাউন্টি দল থেকে একই অনুরোধ এসেছিল রিস টপলির জন্যও। দুজনই আর নেই দলের সঙ্গে।

প্লে-অফে গেলে খুলনা টাইগার্স অবশ্য ভালো ক্রিকেটার আনতে চাইবে। এরই মধ্যে যোগাযোগও শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফ্র্যাঞ্চাইজির মালিক ইকবাল মাহমুদ জানিয়েছেন, পুরোনো কাউকে তাঁরা ছাড়ছেন না। টপ অর্ডারে ভালো একজন ব্যাটসম্যান আনতে তাঁরা বেশ কয়েকজন এজেন্টের সঙ্গে কথা বলছেন। তিনি বলেন, ‘এসএ টি–টোয়েন্টির যে দলগুলো কোয়ালিফাই করতে পারবে না, সেখান থেকে অথবা বিগ ব্যাশ থেকে কাউকে আনতে চাই। একজন পেস বোলারও আনার চেষ্টা করছি। তবে এখনো কিছু নিশ্চিত হয়নি।’

চিটাগং কিংসের পুরোনোদের মধ্যে পরশু রাতে চলে গেছেন ওয়াসিম জুনিয়র। সেটাও তাঁর বিয়ে ঠিক হয়েছে বলে। স্ত্রীর অসুস্থতার কারণে বিনুরা ফার্নান্ডো শ্রীলঙ্কা গিয়ে কাল আবার ফিরেছেন। দলের ম্যানেজার লাভলুর রহমান জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা আছে প্লে-অফে যেতে পারলে বড় কাউকে আনা।

কাগজ-কলমে এখনো শেষ চারের সম্ভাবনা থাকলেও ঢাকা ক্যাপিটালসের আপাতত নতুন বিদেশি আনার পরিকল্পনা নেই। তবে যতক্ষণ টুর্নামেন্টে আছে, ঢাকা তাদের পুরোনোদের ধরে রাখবে। আরেক ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর ভবিষ্যৎ চিন্তা কী, সেটা স্পষ্ট নয়। অবশ্য নতুন বিদেশি আনার মতো অবস্থায়ও নেই দলটি। টাকা না পাওয়ায় কাল তো পুরোনো বিদেশিরাই মাঠে নামেননি!