বাংলাদেশ-ভারত সীমান্তে অস্থিরতার জেরে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বাতিল করলেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। এই বৈঠক বাতিল হওয়ায় দুদেশের সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী সপ্তাহে বাংলাদেশের রাজশাহীতে মহদিপুর সীমান্তে বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল দুদেশের ব্যবসায়ীদের মধ্যে। সেই বৈঠক বাতিল করেছে ভারতের মালদা বণিকসভা। সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা।
মালদার মহদিপুর সীমান্ত দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য রফতানি করে ভারত। পণ্য আমদানির বরাত নিতে নির্দিষ্ট সময় অন্তর বৈঠকে বসেন সীমান্তের দুপাশের ব্যবসায়ীরা। সেই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে বাংলাদেশের রাজশাহীতে বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে সীমান্ত পরিস্থিতির কথা বলে তা বয়কটের ঘোষণা করা হয়।