‘প্রয়োজ‌নে লন্ড‌নে আস‌বেন মা‌র্কিন চি‌কিৎসকরা’

 

chardike-ad

 

খা‌লেদা জিয়ার চি‌কিৎসক ও বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হো‌সেন মঙ্গলবার ব‌লে‌ছেন, সব টেস্টের রি‌পোর্ট পাবার পর প্রয়োজ‌নে আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা লন্ড‌নে আস‌বেন। আমা‌দের সাথে তা‌দের যোগা‌যোগ আছে।

লিভার ট্রান্সপ্লা‌ন্টের বিষ‌য়ে আমাদের ম‌নে রাখ‌তে হ‌বে– ওনার বয়স এখন ৭৯ বছর। আ‌দৌ করার ম‌তোন অবস্থায় আমরা আছি কিনা বা কীভাবে করলে তি‌নি আরও ভালো থাকতে পারবেন, আমরা কী বে‌শি ঝুঁকি নিয়ে ফেলবো– এমন অনেকগুলো বিষয় এখানে বিবেচনার রয়েছে। সেগু‌লো বিচার-বিশ্লেষণের এখ‌নও সময় আসেনি। খা‌লেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও সন্ধ্যায় ব্রিফিংকা‌লে জানান তি‌নি।

লন্ডনের বিশেষায়িত প্রাইভেট হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের সা‌থে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নি‌য়ে কথা বলেন তি‌নি। এসময় যুক্তরাজ্য বিএন‌পির নেতারা উপস্থিত ছিলেন।