আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালকের বিরুদ্ধে শিক্ষকদের অনাস্থাজ্ঞাপন

 

chardike-ad

 

আধুনিক ভাষা ইনস্টিটিউটের বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক আবছার কামালের প্রতি অনাস্থা জ্ঞাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বরাবর আবেদন করেছেন ভাষা ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। গতকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি ২০২৫) রাতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালকের গুরুতর অসদাচরণের কারণে তার প্রতি শিক্ষকবৃন্দের অনাস্থাজ্ঞাপন ও তাকে অব্যাহতি প্রসঙ্গে আবেদনটি করেন।

আবেদন পত্রে শিক্ষকেরা উল্লেখ করেন “নিয়মিত পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ এনেছিলো মূলত ইংরেজি ভাষা প্রোগ্রামের শিক্ষার্থীরা এবং সে শিক্ষার্থীরাই তাকে একাডেমিক কার্যক্রমে ফিরিয়ে আনতে চায় মর্মে আপনার বরবরে একাধিকবার আবেদন করেছে। আপনি সে বিষয়েও কোনো পদক্ষেপ নেননি”

আবেদনপত্রটিতে ভারপ্রাপ্ত পরিচালক আবছার কামালের বিরুদ্ধে মোট ৯ টি অভিযোগ করেন শিক্ষকবৃন্দ।

 

আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালকের বিরুদ্ধে শিক্ষকদের অনাস্থাজ্ঞাপন

 

যার মধ্যে ছাত্রলীগের একজন সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে ঘাটতিসহ, নিয়মিত পরিচালক সাইদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, আইএমএলে যোগদান করা একজনকে প্রভাষক বানানো, বহিঃশিক্ষককে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা, শিক্ষার্থীদের দ্বারা একজন শিক্ষককে অপমান করার মতো অভিযোগও আনা হয় আবেদনপত্রে।

এছাড়াও নারী কর্মীদের সাথে অসদাচরণসহ আইকিউএস থেকে আসা চিঠি ও হাউজ টিউটরের বিজ্ঞাপন শিক্ষকদের কাছে প্রচার না করার এবং ফরাসি বিভাগের অধ্যাপক শিশির ভট্টাচার্যকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতির পরে তার অনিয়মে সহযোগিতাসহ তার জন্য ছুটির আবেদন করেছেন বলে অভিযোগ করেন শিক্ষকেরা।

আবেদন পত্রে শিক্ষকেরা আরও বলেন ‘উক্ত বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ না করলে, ভারপ্রাপ্ত পরিচালকের গুরুতর অসদাচরণের প্রতিবাদে আমরা কর্মবিরতি পালনে যেতে বাধ্য হবো”