দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক, তিন সন্তান, এবং একসঙ্গে কাটানো অগণিত স্মৃতি—সবকিছু পেছনে ফেলে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এবং তার স্ত্রী ক্রিস্টিনা সেরা। এমনটাই দাবি স্প্যানিশ গণমাধ্যমের। এই জুটির বিচ্ছেদের খবর নিঃসন্দেহে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি বিস্ময়কর ঘটনা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পিরিয়ডিকো’ জানিয়েছে, গার্দিওলা ও সেরা তাদের সম্পর্কের সমাপ্তির ঘোষণা দিয়েছেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের কাছে। তবে বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে। তারা বড়দিনে তাদের তিন সন্তান—মারিয়া (২৪), মারিয়ুস (২২), এবং ভ্যালেন্টিনা (১৭)—কে নিয়ে একসঙ্গে সময় কাটিয়েছেন।
গার্দিওলা ও সেরার প্রথম দেখা হয়েছিল ১৯৯৪ সালে। তখন গার্দিওলার বয়স ছিল ২৩ এবং সেরার ২০। দুই দশকের বেশি সময় ধরে সম্পর্কে থাকার পর তারা ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ এই যাত্রায় ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রেখে সম্পর্ক এগিয়ে নিলেও শেষমেশ তাদের আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে হলো।
২০১৯ সালে জানা যায়, সেরা বার্সেলোনায় নিজের ফ্যাশন ব্যবসা সামলাতে ম্যানচেস্টার ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি বার্সেলোনা ও লন্ডনের মধ্যে সময় ভাগ করে নিলেও গার্দিওলা ম্যানচেস্টারে থেকেই তার কোচিংয়ের দায়িত্ব পালন করেন। এই দূরত্বই হয়তো তাদের সম্পর্কের ফাটলকে আরও গভীর করেছে।
এখন গার্দিওলা মাঠের দিকে মনোনিবেশ করতে চান। ম্যানচেস্টার সিটি এই সপ্তাহে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে। ষষ্ঠ স্থানে থাকা সিটির জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গার্দিওলা ও সেরার দীর্ঘ সম্পর্কের সমাপ্তি দুঃখজনক হলেও তারা তাদের সন্তানদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, যা তাদের গল্পকে আরও মানবিক করে তুলেছে।