আগুনে পুড়েছে নোয়াখালীর প্রধান শহর মাইজদীর গণপূর্ত বিভাগ সংলগ্ন নূপুর মার্কেট এবং হকার্স মার্কেটের আনুমানিক অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেক ব্যবসায়ী। শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
আগুনে পাইকারি কাপড়ের দোকান, বাইসাইকেলের দোকান, ছাপাখানা, কাগজের গুদাম, জুতার দোকান, হোটেলসহ আনুমানিক ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নূপুর মার্কেট সংলগ্ন একটি ছাপাখানার ভেতর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী গোলাম কিবরিয়া জানান, রাত সাড়ে ১১টার পর আগুন লাগার খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি দল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের আরও ছয়টি দল এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আরেক প্রত্যক্ষদর্শী সিয়াম জানান, আগুন যেখান থেকে সূত্রপাত হয়েছে সেখানেই তা নেভানো সম্ভব না হওয়ায় মুহূর্তেই তা আশেপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আর রাত ১১টার পর অধিকাংশ দোকান বন্ধ থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাইজদী স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হালিম পাশা বলেন, ‘খবর পেয়েই প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তারপর আরও ছয়টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ তদন্তের পর জানা যাবে।