চুপ ছিলাম দেখে ভাবিস না জংলি তোদের ভুলে গেছে, জংলি আসছে হুংকার নিয়ে-এমনই এক ধমকি দিয়ে ‘জংলি’ সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টারে হাজির হলেন সিয়াম আহমেদ। যে পোস্টার দেখে ভড়কে যাবেন যে কেউ। রীতিমতো হিংস্রতায় ভরা অন্যরকম লুক!
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ৩টার দিকে অন্তর্জালে প্রকাশ হয় এই স্পেশাল অ্যানাউন্সমেন্ট পোস্টার। এদিন ঘড়ির কাঁটা ৩টার ঘর ছুঁতেই একযোগে ‘জংলি’ সিনেমার সব তারকা ও কলাকুশলীদের ফেসবুক দেয়ালে প্রকাশ পায় সিনেমাটির মোশন পোস্টার, সঙ্গে ছিল মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। পোস্টারের ক্যাপশনে লেখা গানের লাইন, ‘জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল। শিকারি হইবো শিকার, বইবে নদীর রক্তজল। মহামারী যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস। দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া।’ শেষে লেখা, ‘জংলি’ আসছে এই ঈদ-উল ফিতরে।
এই পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আগামী রোজার ঈদে মুক্তির তালিকায় অফিসিয়ালি যুক্ত হলো ‘জংলি’।
এদিকে সিয়ামের এই ভয়ংকর লুক কিংবা চরিত্রের জন্য নিজেকে বেশ কাঠখড় পুড়িয়ে তৈরি করেছেন সিয়াম। সেটা নিজেই জানিয়েছিলেন এভাবে, ‘‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’’
পোস্টার প্রকাশের পর বাহবা পাচ্ছেন সিয়াম। নতুন লুক নিয়ে হচ্ছে প্রশংসা। এসব দেখার পর সিয়াম বললেন, ‘আমাদের পুরো টিমের অনেক দিনের কষ্টের ফসল এটি। সবাই অনেক আন্তরিকতা দিয়ে কাজটা করেছি। একটা গল্প এখানে বলা হয়েছে যা প্রতিটি দর্শক হল থেকে আত্মতৃপ্তি নিয়ে বের হবে।’
২০২৪ সালের শুরুতে শুটিং শুরু হয় এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবির। গত বছর প্রেক্ষাগৃহে যখন ঈদ-উল ফিতরের ছবি নিয়ে মাতামাতি, ঠিক তখনই ছবিটির ফার্স্ট লুক পোস্টার আসে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তখনই জানানো হয়, সিয়াম অভিনীত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাবে। তবে শুটিংয়ের কিছু অংশ বাকি থাকায় তখন ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
‘জংলি’তে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
এর আগে সিয়ামকে নিয়ে অ্যাকশনধর্মী সিনেমা ‘শান’ বানিয়েছিলেন এম রাহিম। ‘জংলি’তেও সেই ধারা অব্যাহত রেখেছেন নির্মাতা। ছবিটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।