জুলাই আন্দোলনে শহীদ হওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মীর তালিকা প্রকাশ করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত তালিকায় ৫৪ নম্বরে গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়া শিক্ষার্থী মো. রায়হানের তথ্য রয়েছে। সেখানে ‘ছাত্র’ এবং পারিবারিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেওয়া হয়েছে এই শিক্ষার্থীর। ছাত্রদলের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।
জানা যায়, মো. রায়হান গুলশান কমার্স কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ৫ আগস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকালে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে মারা যান। তিনি বাড্ডা দক্ষিণ থানা ছাত্রশিবিরের সাথী প্রার্থী। ছিলেন বৈঠাখালী উপশাখার সভাপতি।
বিষয়টি নিয়ে মো. রায়হানের চাচা মোফাজল হোসেন রাসেলের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ভাতিজা কখনোই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। তিনি ছাত্রশিবির করতো এবং তিনি ছাত্রশিবির সাথী প্রার্থী ছিলেন। এছাড়াও শহীদের তালিকায় নাম প্রকাশের আগে আমাদের সাথে দলটির পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।
রায়হানের বাবা তোফাজ্জল হোসেন বলেন, আমার ছেলে কখনোই ছাত্রদলের রাজনীতি করেনি। সে ঢাকায় ছাত্রশিবিরের মেসে থাকত। সেই ছাত্রশিবির করতো। ছাত্রদলের পক্ষ থেকে তালিকায় নাম প্রকাশ নিয়ে কিছুই জানানো হয়নি।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রদলের শহীদদের তালিকার ৫৪তম শহীদ রায়হান বাড্ডা দক্ষিণ থানা ছাত্রশিবিরের সাথী প্রার্থী। বৈঠাখালী উপশাখা সভাপতি ছিল রায়হান।
দলটির পক্ষ থেকে এই বিষয়ে ছাত্রদলকে জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না জানানো হয়নি। আমরা শহীদের তালিকা নিয়ে রাজনীতি করতে চায়না, জুলাই অভ্যুত্থানের সকল শহীদকে আমরা সমানভাবে দেখি, সকল শহীদ দেশের ও আমাদের শহীদ হিসেবে মনে করি। ছাত্র সংগঠনগুলোর কাজ হওয়া দরকার ছাত্রদের অধিকার নিয়ে।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তালিকা নিয়ে আমাদের একটি কমিটি ফের কাজ করছে।