Search
Close this search box.
Search
Close this search box.

দর্শক প্রশংসায় ‘পাতাল লোক ২’ সিরিজের ট্রেইলার

 

chardike-ad

মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘পাতাল লোক ২’ সিরিজের ট্রেইলার। আজ সোমবার (৬ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উন্মোচিত হয় ট্রেইলারটি। দীর্ঘ ২ মিনিট ৪২ সেকেন্ডের এই ট্রেলারটি শুরু হয় পুলিশ কর্মকর্তা হাথিরাম চৌধুরীর একটি মারামারির দৃশ্য দিয়ে।

এরপর দেখা যায়, দিল্লি পুলিশ একটি নতুন হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। তদন্তের প্রয়োজনে তাদের নাগাল্যান্ডে যেতে হয়, যা তাদের জন্য একটি ‘অপরিচিত’ স্থান। সেখানে তারা অন্ধকারের মধ্যে সত্যের সন্ধান করার চেষ্টা চালাতে থাকে। এদিকে ট্রেইলারটি মুক্তির পর দর্শকমহলে বেশ উত্তেজনা লক্ষ করা যায়।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পাতাল লোক সিজন ২ নিয়ে অভিনেতা জয়দীপ আহলাওয়াত জানান, ‘পাতাল লোক’-এর প্রথম সিজন ছিল তার ক্যারিয়ারের একটি মাইলস্টোন, যা তার চরিত্র হাথিরাম চৌধুরীকে দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করেছে।

তবে দ্বিতীয় সিজনে তার চরিত্রটি দর্শকদের মনের গভীরে আরও বেশি দাগ কাটবে বলে মনে করছেন এ অভিনেতা। অবিনাশ অরুণ ধাওয়ারের পরিচালনায় নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন- জয়দীপ আহলাওয়াত, ইশওয়াক সিং ও তিলোত্তমা সোমসহ আরও অনেকে।

সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ১৭ জানুয়ারি।