Search
Close this search box.
Search
Close this search box.

গোল উৎসবে কোপা দেল রের শেষ ষোলোয় রিয়াল

 

chardike-ad

কোপা দেল রেতে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। চতুর্থ স্তরের দল মিনেরাকে ৫-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে শেষ ষোলো।

শুরু থেকে দাপট দেখানো লস ব্লাঙ্কোস পাঁচ মিনিটের মধ্যেই গোলের দেখা পেয়েছে। দারুণ ভলিতে গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। ৮ মিনিট বাদে ব্যবধান বাড়ান এদুয়ার্দো কামাভিঙ্গা। আধাঘণ্টার সময় তৃতীয় গোলটি করেন আর্দা গুলের।

অবশ্য স্বাগতিক দলও গোল করার কাছে চলে গিয়েছিল। স্ট্রাইকার ওমার পারদোমো লং রেঞ্জের শট নিলেও সেটা চলে যায় লক্ষ্যের বাইরে। তার পর দ্বিতীয়ার্ধে ম্যাচটা পুরোপুরি নিজেদের করে নিতে অবদান রাখেন লুকা মদরিচ। ব্রাহিম ডিয়াজের সঙ্গে দারুণ সমন্বয়ে স্কোর ৪-০ করে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন তিনি। খেলা শেষের দুই মিনিট বাকি থাকতে শেষ পেরেকটি ঠুকে দেন গুলের।

অবশ্য ম্যাচে আরও বেশি গোল হজম করতে পারতো মিনেরা। সেটা হয়নি তাদের গোলকিপার ফ্রান মার্টিনেজ বেশ কিছু ভালো শট রুখে দেওয়ায়। সেসবের মধ্যে ভালভার্দে ও কিলিয়ান এমবাপ্পের শটও ছিল।

ম্যাচের পর লুকা মদরিচকে বিশেষ করে প্রশংসায় ভাসান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, ‘লুকা ফুটবলের জন্য একটা উপহার স্বরূপ। তার চেয়েও বড় বিষয় যারা তাকে কাছ থেকে দেখে। ভক্ত, খেলোয়াড়, কোচ… আমার কাছেও সে একটা বড় উপহারের মতো। যেভাবে সে এই ধরনের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করে। মনে হয় এটা যেন ফাইনাল। তরুণদের জন্য সে দারুণ উদাহরণ।’