Search
Close this search box.
Search
Close this search box.

বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিল ডেসটিনি

 

chardike-ad

সম্পদ বিক্রি করে নয়, ব্যবসা করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বহুল বিতর্কিত (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেড।

রোববার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানিটির ‘২৫ বছরে পদার্পণ’ অনুষ্ঠানে এমন ঘোষণা দেওয়া হয়।

দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর নতুন করে ব্যবসায়ে ফেরার ঘোষণা দিয়েছে ডেসটিনি। সভায় বক্তারা আরো বলেন, যত টাকা আত্মসাৎ হয়েছে বলে বলা হয়, তার চেয়ে অনেক বেশি সম্পদ রয়েছে ডেসটিনির। তাই এত বছরেও গ্রাহকেরা হাল ছাড়েননি। ব্যবসা করবেন বলে তাঁরা নতুন করে আশায় বুক বেঁধেছেন।

স্বতন্ত্র পরিচালক আহমেদ মুশফেক আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদালতের নিয়োগ করা ডেসটিনি ২০০০–এর চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া।

উল্লেখ্য ডেসটিনির এই আলোচনার পরেই দেশজুড়েই আবারো আলোচনার ইস্যু ডেসটিনি।গ্রাহকরা বলছেন ডেসটেনির এমন আলোচনায় তারা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না,ডেসটিনি আসলেই তার কথা কতটুকু রাখবে।