Search
Close this search box.
Search
Close this search box.

রশিদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজ আফগানিস্তানের

 

chardike-ad

গতকালই জয়ের সুবাস পাচ্ছিল আফগানিস্তান। দ্বিতীয় টেস্টে ২৭৮ রানের লক্ষ্যে রশিদ খানের ঘূর্ণিতে ২০৫ রানেই ৮ উইকেট হারিয়ে বসে স্বাগতিক জিম্বাবুয়ে। শেষ দিন রোমাঞ্চকর কিছুর প্রত্যাশা থাকলেও রশিদের ঘূর্ণিতে ১৫ বল পর্যন্ত স্থায়ী হয়েছে স্বাগতিকদের ইনিংস। জিম্বাবুয়েকে গতকালকের স্কোরে গুটিয়ে ৭২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে আফগান দল। তাতে সিরিজও (১-০) নিশ্চিত করেছে তারা। প্রথম টেস্টটি অবশ্য ড্র হয়েছিল।

বুলাওয়েতে রোমাঞ্চকর সমাপ্তির আশা এজন্যই করা হচ্ছিল কারণ অধিনায়ক ক্রেগ আরভিন তখনও পথের কাঁটা হয়েছিলেন। ব্যাট করছিলেন ৫৩ রানে। হাতে দুই উইকেট নিয়ে মাঠে নামা দলটির প্রয়োজন ছিল ৭৩ রান। কিন্তু পঞ্চম দিন সকালে ব্যাট করতে নেমে শুরর দিকে নবম উইকেট হিসেবে রিচার্ড এনগারাভাকে তুলে নেন রশিদ। একওভার বিরতি দিয়ে রশিদ ৬৮.৩ ওভারে আরভিনের প্রতিরোধ ভাঙলে ২০৫ রানেই শেষ হয়েছে স্বাগতিকদের ইনিংস। আরভিন বিদায় নিয়েছেন ৫৩ রানে।

বুলাওয়েতে ১৬০ বলে মোট ১১ উইকেট নিয়েছেন রশিদ। দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৭ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১৫৭ (রশিদ ২৫, রহমত ১৯; রাজা ৩/৩০, নিয়ামহুরি ৩/৪২) ও ৩৬৩ (রহমত ১৩৯, ইসমত ১০১; মুজারাবানি ৬/৯৫)

জিম্বাবুয়ে ২৪৩ (আরভিন ৭৫, রাজা ৬১, উইলিয়ামস ৪৯; রশিদ ৪/৯৪, আহমদজাই ৩/৬২) ও ২০৫ (আরভিন ৫৩, কারান ৩৮, রাজা ৩৮; রশিদ ৭/৬৬), লক্ষ্য ২৭৮

ফল: আফগানিস্তান ৭২ রানে জয়ী।
ম্যাচসেরা: রশিদ খান।
সিরিজসেরা: রহমত শাহ (৩৯২ রান)।