Search
Close this search box.
Search
Close this search box.

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের এক ঘণ্টা সড়ক অবরোধ

 

chardike-ad

গাজীপুর নগরের জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ শুরু করেছেন। সকাল সাড়ে আটটার দিকে তাঁরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নেন। এক ঘণ্টা পর তাঁরা সড়ক থেকে সরে যান এবং কারাখানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার ঘোষিত ৯ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধিতে বলা আছে, যাঁদের এক বছর পূর্ণ হয়নি, তাঁদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা গতকাল রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকেরা বাড়ি ফিরে যায়। আজ সকালে শ্রমিকেরা কারখানায় হাজিরা দিয়ে আবার বিক্ষোভ শুরু করেন।

সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। সকাল সাড়ে ৯টা থেকে ওই সড়কে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, শ্রমিকেরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।