Search
Close this search box.
Search
Close this search box.

গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার

 

chardike-ad

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চিকিৎসাধীন আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ (সোমবার) দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

জানা যায়, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন জেনে সেখানে অবস্থান নেন গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সেখানে সেনাবাহিনীর সহায়তায় চিকিৎসাধীন দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, মামলার এজাহারে নাম থাকার কারণে গ্রেপ্তারকৃতদের আইন অনুযায়ী হেফাজতে নেয়া হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে চিকিৎসাধীন আন্দোলনকারীরা প্রতিবাদ জানায় এবং তাদের দাবি না মানলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয়।

এর আগে, গত শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা চালানো হয়। হামলার পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদল তার ওপর হামলা করেছে। পরবর্তীতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছেন বলে দাবি করেন ফারুক।