Search
Close this search box.
Search
Close this search box.

হত্যা মামলায় সাদপন্থি নেতা শফিউল্লাহ রিমান্ডে

 

chardike-ad

 

বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাদপন্থি নেতা মো. শফিউল্লাহকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১১টায় গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, শনিবার (৪ জানুয়ারি) রাতে শরীয়তপুর জেলার পালং থানার স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শফিউল্লাহ শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী গ্রামের বাসিন্দা এবং মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি বিশ্ব ইজতেমায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৯ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত থেকে ১৮ ডিসেম্বর ভোর পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে দুপক্ষের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় যোবায়ের অনুসারী ও কিশোরগঞ্জের বাসিন্দা এস এম আলম হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েক শতাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, শফিউল্লাহ বিশ্ব ইজতেমায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে শনিবার গ্রেপ্তার করা হয়। রোববার আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও বলেন, চলমান তদন্তের অংশ হিসেবে শফিউল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে মামলার সূত্র ধরে সাদপন্থি আরও তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।