Search
Close this search box.
Search
Close this search box.

মিশুক মনির ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তি পাচ্ছে

 

chardike-ad

 

গেল বছরের অন্যতম আলোচিত রোমান্টিক গল্পের সিনেমা ‘দেয়ালের দেশ’। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি সে সময় দর্শকমহলে বেশ সাড়া জাগায়। এরপর সিনেমাটি যুক্তরাষ্ট্র,কানাডা, অস্ট্রেলিয়সহ পৃথিবীর নানা দেশে মুক্তি পায়। নতুন খবর হচ্ছে, বেশ কয়েকমাস ধরে পাকিস্তানে বাংলাদেশের সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সে যাত্রায় এবার যুক্ত হলো ‘দেয়ালের দেশ’। আগামীকাল দেশটির বেশ কিছু সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছেন আমেরিকার এভেইল এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়েছে।

সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। পাকিস্তানে সিনেমার মুক্তির খবর জানিয়ে নির্মাতা বলেন, ‘দেয়ালের দেশ আমার প্রথম ছবি। গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও ক্রিকিটিদের দারুণ প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। দেশে মুক্তির পাশাপাশি অনেক দেশেই মুক্তি পেয়েছে। কাল মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এটাও আমার জন্য দারুণ খবর। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’

দেয়ালের দেশ সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি হোন শরিফুল রাজ ও শবনম বুবলী। ছবিটিতে তাদের দু’জনের অভিনয় দর্শকদের নজর কাড়ে। পাকিস্তানে মুক্তির বিষয়ে রাজ বলেন….

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।