Search
Close this search box.
Search
Close this search box.

 

বাংলাদেশি ও ভারতীয় আটক জেলে বিনিময় হবে ৫ জানুয়ারি

chardike-ad

 

বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলের বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় এই বিনিময় হবে। দুইদেশের মধ্যে এ বিষয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার কারণে জেলেদের আটক করা হয়েছিল। দুইপক্ষের মধ্যে আলোচনা করে এটি মীমাংসা করা হয়েছে।’

জানা গেছে, ৭৮ জন বাংলাদেশি এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার নিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে এবং ৯ ডিসেম্বর তাদের আটক করে উড়িষ্যার পারা দ্বীপে রাখা হয়েছে। অন্য ১২ জন জেলেকে সেপ্টেম্বরে আটক করা হয় যখন তাদের ট্রলারটি ভারতীয় জলসীমায় ডুবে যায়। তদেরকে কোলকাতার কাছে কাকদ্বীপে রাখা হয়েছে।

অন্যদিকে, ভারতীয়দের ছয়টি ট্রলার সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে এবং তখন তাদেরকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করে রাখা হয়। জেলেদের আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন সংক্রান্ত যে জটিলতা ছিল সেটি মিটিয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘সমুদ্রে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে অন্যদেশে ঢুকে যাওয়ার ঘটনা আগেও হয়েছে। এবারে বাংলাদেশ থেকে ভারতীয় বোটগুলো মোংলা থেকে ছাড়া হতে পারে।’

অন্যদিকে বাংলাদেশি জাহাজগুলো কাক দ্বীপ থেকে রওয়ানা হবে বলে তিনি জানান।