Search
Close this search box.
Search
Close this search box.

রাবি ভর্তিতে পোষ্য কোটায় শিক্ষকদের সন্তানরা বাদ

 

chardike-ad

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন ভর্তি পরীক্ষায় কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের পুত্র-কন্যাদের জন্য ১ শতাংশ কোটা পুনঃনির্ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। তবে শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানদের জন্য কোনো পোষ্য কোটা বরাদ্দ নেই। আজ বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুত্র-কন্যা কোটার হার পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের পুত্র-কন্যাদের জন্য ১% কোটা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, রাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গত ডিসেম্বর মাস জুড়েই আন্দোলন করে শিক্ষার্থীরা। শুরুতে প্রশাসনকে আল্টিমেটাম দিলে তারা কোন পদক্ষেপ গ্রহণ না করায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন, বিতর্ক, কোটার প্রতীকী কবর রচনা এবং আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষর্থীরা।