আরও একটি বছর চলে গেল। গেল বছরের প্রাপ্তি ও নতুন বছরের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকে বার্তা দিয়েছেন শাকিব খান। সেই বার্তায় তিনি বলেন “সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হলো। বরাবরের মতো এবারও (২০২৪) আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলোকে আপন করে নিয়েছেন- এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসি, কান্না, আবেগ-অনুভূতি এবং ভালোলাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো।
চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই। বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি”।