Search
Close this search box.
Search
Close this search box.

বৈদ্যুতিক তারে এবারও আটকেছে ফানুস, তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

 

chardike-ad

ইংরেজি নববর্ষকে বরণ করতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ওড়ানো বেশকিছু ফানুস এবছরও মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়েছে। তবে এমআরটি লাইন-৬ এর কর্মীরা সতর্ক থাকায় প্রথম শিডিউল থেকেই ঠিকঠাকভাবে চলছে মেট্রোরেল। যদিও একই ঘটনায় ২০২৩ সালে মেট্রোরেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।

বুধবার (১ জানুয়ারি) সকালে বৈদ্যুতিক তারে ফানুস আটকে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

তারা জানিয়েছেন, গত বছরের মতো এই বছরেও উত্তরা থেকে মতিঝিল পুরো লাইনে আটকে থাকা পাঁচটি ফানুস উদ্ধার ও অপসারণ করা হয়েছে। ফুট পেট্রলিং পরিচালনা করে ওসিএস এবং পিওয়ে সেকশনের সমন্বয়ে বিভিন্ন স্থানে ট্রাক, ভায়াডাক্ট ও ওসিএস থেকে এসব ফানুস অপসারণ করা হয়েছে।

তারা আরও জানিয়েছেন, মেট্রোরেলের বাণিজ্যিক চলাচলের জন্য ট্রাক ও ওসিএস সম্পূর্ণভাবে ফিট রয়েছে।

এদিকে মেট্রোরেলের যাত্রীরা জানিয়েছেন, প্রথম শিডিউল থেকেই মেট্রোরেল ঠিকভাবে চলাচল করছে। কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়নি।

এর আগে গত ৩০ ডিসেম্বর ইংরেজি বর্ষবরণে থার্টিফার্স্ট উদযাপনে মেট্রোরেল লাইন ও আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া এক বিজ্ঞপ্তিতে বলেন, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে মেট্রোট্রেন চলাচল করে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে সেগুলো বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা, প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে।

এজন্য উত্তর থেকে মতিঝিল পর্যন্ত রুট ও আশেপাশের এলাকায় ফানুস বা ওই জাতীয় বস্তু না ওড়াতে বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্দেশনা না মেনে ফানুস ওড়ানোর ফলে দুর্ঘটনা হলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

থার্টিফার্স্ট ঘিরে প্রতি বছরের মতো এবারও ফানুস ওড়ানো ও আতশবাজি না ফোটানোর নির্দেশনা দিয়েছে সরকার।

গত বছর থার্টিফার্স্টে ঢাকার বিভিন্নস্থানে ওড়ানো ফানুস গিয়ে পড়ে মেট্রোরেলের তারের ওপর। এতে বিপত্তিতে পড়ে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা সে সময় ৩৮টি ফানুস অপসারণ করে মেট্রোরেলের তার থেকে।

সে সময় ফানুসের কারণে মেট্রোর বৈদ্যুতিক তারের কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনা এড়াতে সব ফানুস না সরানো পর্যন্ত অর্থাৎ সকাল ৮টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।