Search
Close this search box.
Search
Close this search box.

ঢাকা ক্যাপিটালসের ‘থিম সং’ নিয়ে চলছে আলোচনা

 

chardike-ad

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শাকিব খানের ক্রিকেট দল ঢাকা ক্যাপিটালসের থিম সং প্রকাশ গতকাল (৩০ ডিসেম্বর) পেয়েছে। এ গানে শাকিব খানের সঙ্গে দেখা গেছে ঢাকা ক্যাপিটালসের কয়েকজন ক্রিকেটার ও দেশের শোবিজের একঝাঁক তারকাকে।

গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ রুসো, সুর-সংগীত করেন প্রীতম আহমেদ। গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম নিজেই। এ গানের ভিডিও নির্মাণ, ডিওপি ছিলেন রাকিব আহমেদ।

শাকিব খানের পাশাপাশি দেখা গেছে সিয়াম আহমেদ, মামনুন ইমন, বিদ্যা সিনহা মীম, পূজা চেরী, দীঘি, আর্চিতা স্পর্শিয়া, মীম মানতাশা, ইরফান সাজ্জাত, নাবিলা ইসলাম, সারিকা সাবাহ, তানজিয়া জামান মিথিলা, সেমন্তী সৌমিকে। দেশি-বিদেশি ক্রিকেটারদের মধ্যে একঝলক দেখা দিয়েছেন থিসারা পেরেরা, স্টিফেন এস্কিনাজি, লিটন দাস, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমানকে।

গানের শুরুতে শাকিবের মুখে সংলাপে শোনা যায়, যতবার দাঁড়িয়েছি একসাথে, ততবারই এনেছি জয়। জয় ছাড়া ভাবতে শিখিনি কিছুই, তাই সেই লক্ষ্যে আরও একবার।

সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়।