অনলাইন জুয়া কাণ্ডে নাম জড়িয়েছে মাহিয়া মাহি, পরীমণি, অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়াসহ দেশের কয়েকজন তারকার। এবার নাম উঠল মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের। তবে অভিনেত্রী, এই অ্যাপের শুভেচ্ছাদুত নন তিনি।
বিপিএল উপলক্ষে পিয়া জান্নাতুল একটি ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। ফেসবুক ও ইউটিউবে জন্য তৈরি এই অনুষ্ঠানে জান্নাতুল পিয়াকে ম্যাচের আগে বিশ্লেষণ করতে দেখা গেছে। উপস্থাপনার সময় জুয়ার অ্যাপের নামসংবলিত একটি টি–শার্ট পরিহিত ছিলেন তিনি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে পিয়া জান্নাতুল বলেন, ‘আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করছি। এখানে কে স্পনসর দিল সেটা তো বিষয় না। এর বেশি আর কিছুই বলতে চাই না।’
খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতুল পিয়া যেই জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি, যা ১০ বছর আগে চালু হয়।
মডেল ও অভিনয়শিল্পী পিয়া জান্নাতুল একজন পেশাদার আইনজীবীও। তাই বিনোদন অঙ্গন–সংশ্লিষ্টদের মতে, একজন আইনজীবী হয়ে তিনি কীভাবে একটি জুয়ার অ্যাপ স্পনসর হয়েছে, এমন একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন। আইন জানা কেউ যদি এমন করেন, তাহলে আইন না জানা ব্যক্তিরা কী করবেন, তা নিয়ে বলার অপেক্ষা রাখে না।