Search
Close this search box.
Search
Close this search box.

ব্যাংক হলিডে আজ, লেনদেন বন্ধ শেয়ারবাজারেও

 

chardike-ad

আজ মঙ্গলবার ব্যাংক হলিডে। দিনটিতে (৩১ ডিসেম্বর) ব্যাংক লেনদেন হবে না। বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। যদিও ২০২৪ হিসাব বছরের বার্ষিক বিবরণী প্রস্তুত করার জন্য আজ ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু শাখা খোলা থাকবে। তবে গ্রাহক পর্যায়ে কোনো লেনদেন হবে না।

ষাণ্মাসিক ও বার্ষিক হিসাব বিবরণী প্রস্তুতের জন্য প্রতিবছরের ৩১ ডিসেম্বর এবং ১ জুলাই ব্যাংক হলিডে পালিত হয়। ব্যাংক হলিডের দিন বাংলাদেশ ব্যাংক বা গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না ব্যাংকগুলো।

ব্যাংকাররা জানান, ৩১ ডিসেম্বর ভিত্তিক ব্যাংকগুলো বার্ষিক আর্থিক হিসাব বিবরণী প্রস্তুত করে। আর ৩০ জুন ব্যাংকগুলো অর্ধবার্ষিক বিবরণী তৈরি করে। বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে বিবরণী তৈরি করা হয়। যেহেতু সারা বছরের হিসাব বিবরণী চূড়ান্ত করার বিষয় থাকে, সে কারণে বছরের এ দু’দিন ব্যাংক হলিডে পালিত হয়। এর মাধ্যমে বছরের হিসাব ক্লোজ করা হয়। যদিও নিরীক্ষিত বার্ষিক বিবরণী চূড়ান্ত করতে অনেক সময় লাগে।