টিকিট নিয়ে বিশৃঙ্খলা গতকালই দেখা গেছে। টিকিটপ্রত্যাশী দর্শকেরা টিকিট নিয়ে বিসিবির ‘অবহেলা’র বিরুদ্ধে মিছিলও করেছেন।
তবে আজ সোমবার বিপিএল শুরুর দিন ছাড়িয়ে গেল সবকিছু। টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকেরা। এমনকি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছিলেন তাঁরা।
বিসিবি গতকাল রোববার দুপুরে জানিয়েছে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন কোনো বুথে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে www.gobcbticket.com.bd এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। মধুমতি ব্যাংকের শাখাগুলোয় টিকিট না পেয়েই ক্ষুব্ধ হয়ে উঠেছেন দর্শকেরা। ২ নম্বর গেট ভাঙায় আজ টিমবাসগুলো ২ নম্বর গেট দিয়ে ঢুকতে পারেনি।
দুর্বার রাজশাহীর টিমবাস মাঠে ঢুকেছে ৪ নম্বর গেট দিয়ে। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশের লাঠিপেটা করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। আজ বেলা দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।
ঘটনার সূত্রপাত গতকাল। বিসিবি কাল দুপুর পর্যন্তও ঘোষণা করেনি, টিকিট কোথায় পাওয়া যাবে, কোন টিকিটের দামই-বা কত। ওদিকে টুর্নামেন্টের আগের দিন যেহেতু, তাই কাল সকালেই অনেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিট বুথে হাজির হন টিকিট কিনতে। কিন্তু বুথ বন্ধ পাওয়ায় শুরু হয় হইচই, বিক্ষোভ মিছিল। একপর্যায়ে বিক্ষুব্ধ দর্শকেরা শেরেবাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেট জোর করে খুলে ঢুকে পড়েন স্টেডিয়াম কমপ্লেক্সের ভেতর।
পরে পরিস্থিতি সামলে দুপুরের দিকে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় টিকিটের বৃত্তান্ত। টিকিটের দাম সর্বনিম্ন ২০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। টিকিট কেনা যাবে অনলাইন এবং মধুমতি ব্যাংকের ৭টি শাখা থেকে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দীন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড। ব্যাংকে কাল বিকেল ৪টায় টিকিট বিক্রি শুরু হয়ে চলেছে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আজ টিকিট বিক্রি শুরু হয় সকাল ১০টায়।
সূত্র: প্র.আ