Search
Close this search box.
Search
Close this search box.

এক টাকাও না পেয়ে বিপিএল খেলতে নামছেন ক্রিকেটাররা

 

chardike-ad

এবারের বিপিএল নতুন। অবশ্যই নতুন কারণ, একাদশ বিপিএল এর আগে হয়নি। হয়েছে প্রথম থেকে দশম বিপিএল। টুর্নামেন্টের টাইটেল স্পনসর নতুন, একেবারেই নতুন দুটি ফ্র্যাঞ্চাইজিও আছে এবার। নতুন করে হয়েছে থিম সংও।

এত নতুন সত্ত্বেও তারুণ্যের উৎসবের অংশ এবারের বিপিএল ‘ওই নতুনের কেতন’ ওড়াতে পারছে না। বলা যাচ্ছে না যে পরিবর্তিত সময়ের যে বিপিএলটা আজ মাঠে নামছে, আসলেই পুরোনো জঞ্জালমুক্ত হয়ে শুরু হচ্ছে তা।

মাঠের খেলা যদিও আজই শুরু হচ্ছে, তবু এমন আশা করা কঠিন যে, এই বিপিএল শেষ পর্যন্ত ভবিষ্যতের জন্য একটি সুশৃঙ্খল বিপিএলের উদাহরণ হয়ে থাকবে। কারণ, আগের দশটি আসরে যে বিতর্কটা বিপিএলের গায়ে লেগে ছিল, এবারও সেটা নিয়েই শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

বিপিএল নিয়ে মূল অভিযোগের জায়গা, ফ্র্যাঞ্চাইজিগুলো টাকাপয়সা ঠিকভাবে দেয় না। না বিসিবিকে, না খেলোয়াড়দের। এবারও আর্থিক খাতে সেই বিশৃঙ্খলা রেখেই শুরু হচ্ছে টুর্নামেন্ট।

আজ দুপুর ১টা ৩০ মিনিটে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর সঙ্গে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অথচ কাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন দলই একটি টাকা দেয়নি তাদের ক্রিকেটারদের। দলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রিকেটার নিশ্চিত করেছেন এই তথ্য।

কোনো টাকা পাননি প্রথম ম্যাচের আরেক দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররাও। দলের এক ক্রিকেটার গণমাধ্যমকে  বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি থেকে বলেছে ২-১ দিনের মধ্যে টাকা দিয়ে দেবে। দেখি দেয় কি না।’ একই অবস্থা অন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজিরও।

অথচ নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার ৫০ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিয়ে দিতে হবে আরও ২৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে।

ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড়দের পারিশ্রমিক সময়মতো না দিলে পরিণতি কী হয়, সেই তিক্ত অভিজ্ঞতা ফারুক আহমেদের বিসিবির জন্য একেবারেই তাজা। নাজমুল হাসানের বোর্ড আয়োজিত সর্বশেষ দশম বিপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজির বকেয়া ‘প্লেয়ার্স পেমেন্ট’ এবার মেটাতে হয়েছে তাদেরই।

কোনো ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের পারিশ্রমিক বাকি রাখলে বিসিবিকে যাতে সেটি পরবর্তী সময়ে নিজেদের কোষাগার থেকে না দিতে হয়, তার জন্য বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি রাখার নিয়ম আছে।

কিন্তু বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, এবারের বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে ব্যাংক গ্যারান্টি দিয়েছে শুধু ফরচুন বরিশাল। কাজেই বরিশাল খেলোয়াড়দের প্রথম ধাপের টাকা সময়মতো না দিলেও তাদের কাছ থেকে কিছুটা নিরাপদে আছে বিসিবি। কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিদের বেলায় বিষয়টি ঝুঁকিপূর্ণ।

এ নিয়ে কাল জানতে চাওয়া হয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিলে দায়িত্বশীল পদে থাকা এক বোর্ড কর্মকর্তার কাছে। তবে বিষয়টি নিয়ে তাঁর পরিষ্কার ধারণা আছে বলে মনে হলো না। ‘যেহেতু এ নিয়ে কিছু শুনিনি, আমার ধারণা টাকাপয়সা মোটামুটি দেওয়া হয়ে গেছে। বাকি থাকলেও অল্প কিছু থাকবে’—মুঠোফোনে বলেছেন ওই কর্মকর্তা।

২৩ ডিসেম্বর রাহাত ফতেহ আলী খানের ‘মিউজিক ফেস্ট’ দিয়ে তোলা হয়েছে এবারের বিপিএলের শুরুর ঝংকার। এরপর কনসার্ট হয়েছে সিলেট আর চট্টগ্রামেও। বিপিএলকে নতুনত্ব দিতে মাঠের বাইরে আরও অনেক কিছু করারই পরিকল্পনা বিসিবির। কিন্তু আসল জায়গায় নিয়মের ব্যত্যয় ঘটানোর পুনরাবৃত্তিই যখন হচ্ছে, তখন আর এই বিপিএলকে ‘নতুন বিপিএল’ বলার উপায় কোথায়?

ব্যাপারটা তো বরং নতুন বোতলে পুরোনো মদের মতোই হয়ে যাচ্ছে!

 

সূত্র: প্র.আ