Search
Close this search box.
Search
Close this search box.

টাঙ্গাইলে হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১০

 

chardike-ad

টাঙ্গাইলের মির্জাপুরে হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতিকালে ৮ নারীসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি হাইয়েস মাইক্রোবাস, গ্রিল কাটারসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত তাসলিমা (৩২), আসমা বেগম (৩০), আলেয়া (৩৭), তাসলিমা (৩২), সোনিয়া আক্তার (২১), রাফিয়া আক্তার (২৬) ও সুরাত মিয়ার (৩৮) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে। এছাড়া, আকলিমা বেগম (৪০) একই উপজেলার সরাইল, জুলেখা বেগম (৩১) হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ও সেলিম সরকার (৩৭) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (২৮ ডিসেম্বর) প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু ।

এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ‘গ্রেফতারকৃতরা গাজীপুরের সালনা থেকে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে একটি হায়েস গাড়ি নিয়ে মির্জাপুরের সোহাগপুরে এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। ডাকাত দলের নারী সদস্যরা মাথায় সিঁদুর, কপালে তিলক এবং হাতে শাঁখা-পলা পরা ছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছেন।’

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা আগে থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের প্রস্তুত করে নিতেন। পরে কৌশলে বাড়িতে ঢুকে ডাকাতি করতেন। ডাকাতদলের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।