Search
Close this search box.
Search
Close this search box.

আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন

 

chardike-ad

রাশিয়ার আকাশসীমা থেকে আজারবাইজানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য ক্ষমা চেয়েছেন তিনি। আজ শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গেলে ভুলবশত যাত্রীবাহী ওই উড়োজাহাজ ভূপাতিত হয়।

গত বুধবার আজারবাইজান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাখস্তানের আকতাউ শহরের অদূরে বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন আরোহী নিহত হয়েছেন। উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিল। উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ৬৭ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পরে আজারবাইজান এ নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত সম্পর্কে জানেন, এমন চারজন রয়টার্সকে জানিয়েছেন, ভুলবশত রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যাত্রীবাহী উড়োজাহজটি ভূপাতিত করে।

আজারবাইজানের উড়োজাহাজ ‘ভূপাতিত’ করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার আকাশসীমায় দুঃখজনক এ ঘটনার জন্য (প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিন ক্ষমা চেয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আবারও শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।’

ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুলবশত যাত্রীবাহী ওই উড়োজাহাজ ভূপাতিত করা হয় বলে দাবি করেছে ক্রেমলিন। বিবৃতিতে রাশিয়া বলেছে, এ সময় গ্রোজনি, মোজদোক ও ভ্লাদিকাভাকাজে ড্রোন হামলা চালাচ্ছিল ইউক্রেন। রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেই হামলা প্রতিহত করছিল।