ইমতিয়াজ আলি নির্মিত ‘অমর সিং চামকিলা’ দুর্দান্ত সাফল্য পেয়েছিলো। ওটিটিতে মুক্তি পায় সিনেমাটি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেন দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া। সমালোচকদের প্রসংশা কুড়িয়েছেন তারা। এবার ইমতিয়াজ তার পরবর্তী সিনেমার ঘোষণা দিলেন।
সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’কে দেওয়া সাক্ষাতকারে এই নির্মাতা জানিয়েছেন, তিনি বেশ দীর্ঘ সময় প্ল্যান করে একটি সিনেমা নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায়, তিনি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন এবং খুব দ্রুতই কাজ শুরু করবেন।
‘দ্য ইডিয়ট অব ইস্তানবুল’ নামে সিনেমাটিতে অভিনয় করবেন মালয়লাম সুপারস্টার ফাহাদ ফাসিল। তিনি মালয়লাম সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা।
‘দ্য ইডিয়ট অব ইস্তানবুল’ সিনেমা প্রসঙ্গে ইমতিয়াজ বলেন, ‘ঘোষণাটি আগেই দিয়েছিলাম যে, আমি আর ফাহাদ একসাথে কাজ করবো এবং এখন আমার সব পরিকল্পনা ফাহাদকে নিয়ে।’
এর আগে গুজব ছড়ায়, ফাহাদ ফাসিলের বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি। কিন্তু এ বিষয়ে ইমতিয়াজ কোন আপডেট দেননি। তারমানে ফাহাদের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও নিশ্চিত নয়।
সিনেমাটি ফাহাদ ফাসিলের বহু প্রতীক্ষিত সিনেমা হতে যাচ্ছে। কারণ, এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। সূত্র মতে, সিনেমাটির ব্যাপারে ফাহাদ দারুণ উদগ্রীব। বিশেষকরে পছন্দের পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করতে পারবেন বলে মুখিয়ে রয়েছেন এই অভিনেতা।
জানা যায়, সব ঠিক থাকলে ২০২৫ সালের প্রথমার্ধেই শুটিং শুরু হবে। সিনেমাটি নির্মিত হবে ইমতিয়াজের প্রযোজনা সংস্থা ‘উইন্ডো সিট ফিল্মস’- এর ব্যানারে।
উল্লেখ্য, ফাহাদ ফাসিলের শেষ সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’, যেখানে আল্লু অর্জুন এবং রশমিকা মান্দান্না অভিনয় করেছেন।
অন্যদিকে, ইমতিয়াজ আলি নির্মিত সিনেমা ‘জাব উই মেট’, ‘রকস্টার’, ‘তামাশা’ ছিল সুপারডুপার হিট।