Search
Close this search box.
Search
Close this search box.

উন্মুক্ত হলো মালাইকার প্রথম নাটক

 

chardike-ad

মুক্তি পেলো অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর আপন ছোট বোন মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’। আজ (২৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে সিনেমাওয়ালা নামের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এটি। এর গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর।

নিজের প্রথম নাটকে ফারহান আহমেদ জোভানকে সহশিল্পী হিসেবে পেয়েছেন মালাইকা। এতে মালাইকা অভিনীত ইরার গৃহশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন জোভান। ‘সন্ধিক্ষণ’ রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

মালাইকা চৌধুরী গত ফেব্রুয়ারিতে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে প্রথমবার মডেল হন। এবার নাটকে অভিষেক হলো তার।

‘সন্ধিক্ষণ’ নাটকে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘প্রাণসখিয়া’। এটি গেয়েছেন আরফিন রুমি ও পল্লবী রায়। কথা লিখেছেন ওয়াসিক সৈকত, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।

‘সন্ধিক্ষণ’ নাটকে আরও অভিনয় করেছেন সাদ সালমি নাওভি, ডিকন নূর, মিলি বাশার, সোহাগ আলম, জিএম মাসুদ, জাফনা সুবাইতা, সোহাগ তালুকদারসহ অনেকে। গত অক্টোবরে নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।

বলা দরকার, ‘সন্ধিক্ষণ’ দিয়ে ছোট বোনের অভিষেক নাটকে হলেও মেহজাবীন চৌধুরী এখন ব্যস্ত সময় পার করছেন সিনেমা নিয়ে। চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।