Search
Close this search box.
Search
Close this search box.

উপদেষ্টা আসিফের দুই মন্ত্রণালয় পুড়ে ছাই, হতাশ হয়ে দেখলেন উপদেষ্টা

 

chardike-ad

রাতভর আগুনে পুড়ল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। এখানের ৭ নম্বর ভবনে লাগা আগুনে পুড়ে গেছে ৬ থেকে ৯ তলা পর্যন্ত ৪টি ফ্লোর। এর মধ্যে আছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুটি মন্ত্রণালয়। দুটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল, কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন সচিবালয়ের সংশ্লিষ্টরা।

দুপুর সাড়ে ১২টায় পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় তার চোখে-মুখে বিষণ্নতার ছাপ দেখা যায়। পরিদর্শনের সময় আসিফ মাহমুদ অন্য উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে বলেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে।’ এ সময় ব্রিগেডিয়ার সাখাওয়াত তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদকে সান্ত্বনা দিয়েছেন। পরে ভবন পরিদর্শন শেষে দুপুর ১২টা ৪৩ মিনিটে নীরবে সচিবালয় ত্যাগ করেন উপদেষ্টা আসিফ।

জানা গেছে, যেখান থেকে আগুনের সূত্রপাত, সচিবালয়ের ৭ নম্বর ভবনের সেই ষষ্ঠ তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। দুটি মন্ত্রণালয়ের দায়িত্বেই ছিলেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো আসিফ মাহমুদের কাছে থাকলেও পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে।

আগুনে ক্ষতিগ্রস্ত সপ্তম তলায় রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের একাংশ। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদই। আর ডাক ও টেলিযোগাযোগের দায়িত্বে রয়েছেন আরেক তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম।

সচিবালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুনে এই দুটি তলার প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়েছে। প্রায় কিছুই অবশিষ্ট নেই। এ ছাড়া অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে অষ্টম তলা। সেখানে রয়েছে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সরকারের গুরুত্বপূর্ণ এই দফতরের দায়িত্বেও রয়েছেন আসিফ মাহমুদ।

আজ সকালে আসিফ মাহমুদ নীলফামারীতে অবস্থান করছিলেন। দুপুরে হেলিকপ্টারে করে তার কুড়িগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারী থেকেই তিনি ঢাকায় ফিরে এসেছেন। পরিদর্শন করেছেন পুড়ে যাওয়া সচিবালয়।

ফেসবুক স্ট্যাটাসে সচিবালয়ে আগুনের ঘটনায় ‘নাশকতার ইঙ্গিত’ দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, যার অধীনে থাকা দফতরগুলোই আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেসবুকে উপদেষ্টা আসিফ জানিয়েছেন, বিগত সরকারের আমলে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যে দুর্নীতি ও অর্থ লোপাট হয়েছে, তার তদন্ত তারা করছিলেন। আগুন লাগিয়ে সেসব তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, কোনো ষড়যন্ত্র হয়ে থাকলে কেউ ছাড় পাবে না।