Search
Close this search box.
Search
Close this search box.

"বিয়ে-বাচ্চা সবই নেটিজেনরা হওয়াই দিচ্ছে, আমার আর কিছু বলার নেই"

 

chardike-ad

 

অনেক দিন ধরেই উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিয়ে ও প্রেমের নাম জড়িয়েছে সংগীতশিল্পী জেফার রহমানের। রাফসানের বিচ্ছেদের খবরের পর থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনাম হচ্ছেন তারা। তাদের প্রেমের গুঞ্জন নিয়ে চর্চা সব মহলেই।

সম্প্রতি থাইল্যান্ডেও দুজনকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে। গত ১৫ নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে একসঙ্গে দেখা যায়। সেই ছবিই গোপনে কোনো এক ভক্ত ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।

অনেকেরই দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমে রয়েছেন। এমনকি গোপনে তাদের বিয়ের গুঞ্জনও শোনা গেছে। যদিও কেউ-ই এ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জেফার রহমান। তিনি জানান, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সেসব বিষয়ে তার কিছু বলার নেই।

জেফার আরও জানান, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। এরপর তিনি বলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক।’

রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেমের সম্পর্ক নিয়ে জেফার বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবু আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে। আমি তাদের সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নিন।’

 

সেই সময়ই দাবি করা হয়, জেফারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাফসান। যে কারণে ভেঙে যায় এ উপস্থাপকের সংসার। এরপর বিভিন্ন সময় তারা সংবাদের শিরোনাম হয়েছেন। আবার জেফার রহমান একটি কনসার্টে নেচে তুমুল সমালোচনায় পড়েছিলেন। এ গায়িকার সেই সময়ের কিছু পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষ শুরু হয় নেটিজেনদের মাঝে।